দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী ৪ আসনের স্বতন্ত্র প্রার্থী সিদ্দিকুল আলম সিদ্দিককে জাতীয় পার্টি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকালে দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নীলফামারী জেলা শাখার সহসভাপতির পদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি জাতীয় পার্টির মনোনয়ন না পেয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। এ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী দলের ভাইস চেয়ারম্যান ও বর্তমান সংসদ সদস্য আহসান আদেলুর রহমান আদেল।
এ ব্যাপারে স্বতন্ত্র প্রার্থী সিদ্দিকুল আলম বলেন, এখনও কোনো চিঠি পায়নি। যদি অব্যাহতি দিয়ে থাকে, এটি দলীয় সিদ্ধান্তের ব্যাপার। আমি জনগণের জন্য ভোট করছি, কোনো দলের জন্য নয়।