শনিবার ভোর ৬টা হতে শুরু হওয়া বিএনপির ৪৮ ঘণ্টার হরতালের সমর্থনে বগুড়ার বিভিন্নস্থানে তিনটি মশাল মিছিল করেছে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। এসময় কিছু যানবাহন ভাঙচুর করে তারা।
শুক্রবার (৫ জানুয়ারি) সন্ধ্যার পর মশাল মিছিল ও যানবাহন ভাংচুরের ঘটনা ঘটে।
এদিন সন্ধ্যা ৭ টার দিকে বগুড়া সদর উপজেলার নামুজা বন্দর এলাকায় সদর উপজেলা যুবদল হরতালের সমর্থনে মশাল মিছিল বের করে। সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে শহর যু্বদল শহরের নারুলী এলাকায় হরতালের সমর্থনে মশাল মিছিল করে। রাত ৮ টার দিকে শহরের কলোনি এলাকায় ছাত্রদলের নেতাকর্মীরা মশাল মিছিল বের করে। মিছিল শেষে তারা শহরগামী একটি যাত্রীবাহী বাসে হামলা করে জানালা ভাঙচুর করে। এছাড়াও আরো কয়েকটি অটোরিকশা ভাঙচুর করে চলে যায়। ছাত্রদলের ফেসবুক পেজে আপলোড করা মশাল মিছিলের ভিডিওতে যানবাহন ভাংচুরের দৃশ্য দেখা গেছে।
শহরের বনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক আলী আশরাফ বলেন, কলোনি জামিল মাদ্রাসার সামনে মশাল মিছিলের খবর পেয়ে সেখানে পুলিশ পৌঁছে কাউকে পায়নি। তবে যানবাহন ভাঙচুর হয়েছে বলে কেউ পুলিশকে জানায়নি।