জাপা চেয়ারম্যান-মহাসচিবের বিরুদ্ধে বিক্ষোভ, চরম উত্তেজনা

জাতীয় পার্টি, রাজনীতি

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2024-01-10 12:48:52

জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে চরম উত্তেজনা বিরাজ করছে।  সিনিয়র নেতাদের প্রবেশে বাধা দেওয়ায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন তারা। এসময় পার্টি মহাসচিবের বিরুদ্ধে অবস্থান নিয়ে নানা স্লোগান দিচ্ছেন নেতারা।

বুধবার (১০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর উত্তর জাতীয় পার্টির সভাপতি শফিকুল ইসলাম সেন্টু, প্রেসিডিয়াম সদস্য সহিদুর রহমান টেপা, লিয়াকত হোসেন খোকা, জহিরুল আলম রুবেলসহ সিনিয়র নেতারা অফিসে ঢুকতে চাইলে তাদের বাধা দেওয়া হয়। পুলিশের বাধা টপকে বনানী কার্যালয়ে ঢুকে পড়েন তারা। এসময় পুলিশের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। 


সিনিয়র নেতাদের মধ্যে আরও ছিলেন প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, ইমরান হোসেন মিয়া, ঢাকা উত্তর মহানগর জাপার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম পাঠান। 

সহিদুর রহমান টেপা বলেন, আমরা এসেছি চেয়ারম্যানের কাছে জবাব নিতে। নির্বাচনে কেন আমাদের সঙ্গে এমন আচরণ করা হলো। কেন ২৬টি আসন সমঝোতা করে অন্যদের ফাঁসানো হলো।

এ সম্পর্কিত আরও খবর