'আ.লীগকে কখনোই দ্বিতীয় বারের মতো বাকশাল গঠন করতে দেব না' 

বিএনপি, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম, ঢাকা | 2024-01-23 14:35:55

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জাতীয় সংসদের সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নাল আবেদীন ফারুক বলেছেন, 'বাংলাদেশে গণতান্ত্রিক আন্দোলনে জীবন-মরণ লড়াই করে যাবো, তবুও আ.লীগকে দ্বিতীয় বারের মতো কখনোই বাকশাল গঠন করতে দেব না।'  

মঙ্গলবার (২৩ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে আয়োজিত বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৮ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি একথা বলেন।

জয়নাল আবেদীন ফারুক আ.লীগকে উদ্দেশ্য করে বলেন, 'আওয়ামী লীগের উন্নয়নের জোয়ারে দেশের বিভিন্ন স্থানে গ্যাসের সংকট শুরু হয়েছে। গাজীপুরের সব শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে। আর ওনারা (আ.লীগ) ৩০ তারিখে সংসদ বসাবেন, ওনারা মন্ত্রী বানাবেন।' 

'আজকে দেখলাম রাষ্ট্রপতি প্রজ্ঞাপন জারি করেছে যে কতজনকে হুইপ বানাবেন, কতজনকে দপ্তর বন্টন করে উপদেষ্টা বানাবেন। বাংলাদেশে গরিবের এই টাকা লুট করে যারা আজকে ১৬ টি বছর গণতান্ত্রিক দল বিএনপিকে ধ্বংস করার হীন প্রচেষ্টা চালাচ্ছে। এবার ২০২৪ সালেও নির্বাচনের মাধ্যমে বিএনপিকে খন্ড খন্ড করার ষড়যন্ত্র করেছে। কিন্তু তারা বিএনপিকে ভাঙতে পারে নাই।' 

তিনি আরও বলেন, 'আপনারা গণতন্ত্র ১ মিনিটে হত্যা করেছেন। সংসদে দাঁড়িয়ে আপনারা সকল পত্রিকা বন্ধ করে দিয়েছেন। আপনারা এখন আবারও দ্বিতীয় বারের মতো বাকশাল করার পথে হাটছেন। বাংলাদেশে গণতান্ত্রিক আন্দোলনে জীবন-মরণ লড়াই করে যাবো, তবুও আ.লীগকে কখনোই বাকশাল গঠন করতে দিবো না। বাংলাদেশের মানুষ জেগে উঠেছে, কিন্তু পুলিশের কারণে কিছু করতে পারে নাই। আপনারা যদি মুক্তিযুদ্ধের স্বপক্ষের লোক হয়ে থাকেন, যদি মুক্তিযুদ্ধকে বিশ্বাস করেন তাহলে শহীদ জিয়ার ঘোষণাকে মেনে নিন। শহীদ জিয়া যদি স্বাধীনতার ঘোষণা না দিত তাহলে আপনাদেরকে খুঁজে পাওয়া যেত না।' 

ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে তিনি বলেন, 'আপনি অনেক ধমক দিয়েছেন, কিন্তু আপনি ধমক দিয়েও বিএনপি রুখতে পারেন নাই। শিশুর ভোটে, নাবালকদেরকে ভোটে আপনারা এমপি হয়েছেন। আপনারা ৪-৫ শতাংশের বেশি ভোটার ভোট কেন্দ্রে নিতে পারেন নাই। আপনারা ভাই-ভাইয়ের মধ্যে যুদ্ধ লাগিয়ে দিয়েছেন, কিন্তু ভোটার আনতে পারেন নাই। জনগণ আমাদের সাথে আমাদের সাথে আছে এবং থাকবে। জনগণকে সাথে নিয়েই আমরা আপনাদের বিরুদ্ধে লড়াই করবো।' 

জাতীয়তাবাদী ওলামা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাওলানা কাজী মো. সেলিম রেজার পরিচালনায়, আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, ওলামা দলের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক প্রিন্সিপাল শাহ্ মো. নেছারুল হকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। 

এ সম্পর্কিত আরও খবর