দ্বাদশ নির্বাচন ছিল পরিকল্পিত: এলডিপি

বিবিধ, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-01-27 13:24:14

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, রাজবন্দিদের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার ও বর্তমান সংসদ বাতিলের এক দফা দাবিতে ‘কালো পতাকা’ মিছিল করেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।

শনিবার (২৭ জানুয়ারি) সকালে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকি মোড় থেকে এলডিপির প্রায় শতাধিক নেতাকর্মী হাতে কালো পতাকা নিয়ে পল্টন, নাইটিঙ্গেল মোড় প্রদক্ষিণ করে আবার বিজয় নগর পানির ট্যাংকি মোড়ে এসে শেষ করে।

দ্বাদশ নির্বাচন ছিল পরিকল্পিত বলে মন্তব্য করে এলডিপির সিনিয়র নেতাকর্মীরা বলেছেন, প্রতিবেশী ভারত সরকারের অধীনে দ্বাদশ নির্বাচন হয়েছে। তাই জনগণ এই নির্বাচনে অংশগ্রহণ করেনি। সুতরাং এই সরকার একটি কাপুরুষের ভূমিকা পালন করেছে।

তারা আরও বলেন, আওয়ামী লীগ ভোটারদেরকে ভয় পায়। তারা জানে এই দেশের ৯০ ভাগ মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে। এসময় অবিলম্বে সরকারকে পদত্যাগের আহ্বান জানানো হয়।

এ সম্পর্কিত আরও খবর