আটকের ঘণ্টাখানেক পরই বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানকে ছেড়ে দিয়েছে পুলিশ।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেল তিনটার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মির্জা সালাউদ্দিন।
তিনি জানান, বিএনপি নেতা ড. মঈন খানকে ছেড়ে দেওয়া হয়েছে। তিনি বাসায় চলে যাচ্ছেন। তাকে আটক বা গ্রেফতার করা হয়নি। তার নিরাপত্তার জন্যই তাকে সরিয়ে নেওয়া হয়েছিল।
এর আগে, দুপুর আড়াইটার দিকে রাজধানীর উত্তরা-১২ নম্বর সেক্টরের কবরস্থানের সামনে থেকে ড. আব্দুল মঈন খানকে আটক করা হয়।
ডামি নির্বাচনের অবৈধ সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠায় একদফা দাবিতে যুগপৎভাবে মঙ্গলবার (৩০ জানুয়ারি) সারাদেশে কালো পতাকা মিছিলের ডাক দেয় বিএনপি। সে কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর উত্তর ও দক্ষিণের ৭টি স্পটে মিছিল করে বিএনপি। সে কর্মসূচি থেকেই ড. মঈন খানকে আটক করে পুলিশ।