বিএনপির উচিত জনগণের কাছে ক্ষমা চেয়ে রাজনীতি করা: নানক

আওয়ামী লীগ, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2024-02-07 12:57:09

বিএনপির রাজনীতি করতে হলে জনগণের কাছে ক্ষমা চেয়ে রাজনীতি করা উচিত বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক।

বুধবার (৭ ফেব্রুয়ারি) রাজধানীর শেখেরটেক রোডে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

নানক বলেন, বিএনপি একটি জনবিচ্ছিন্ন দল, তারা রাজনীতির নির্দিষ্ট গতি হারিয়ে ফেলেছে। বিএনপি-জামায়াত মানুষের পাশে থাকে না। করোনার সময় আমরা জনমানুষের পাশে ছিলাম।

মন্ত্রী জনগণের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, জনগণ আমাকে ভালোবেসে ভোট দিয়েছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ। জনগণের ভোট আমাকে মন্ত্রী করেছেন, তাই তাদের ভোট আমার কাছে আমানত, এই আমানতের খেয়ানত করব না।

প্রায় ৫ হাজার দরিদ্র শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হবে ওই এলাকায়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক ছাত্র নেতা এম এ মান্নান। আরও উপস্থিত ছিলেন ৩০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম, সহসভাপতি শাহজাহান মিয়া, সাংগঠনিক সম্পাদক শাহিন সুলতানা শান্তা প্রমুখ।

 

এ সম্পর্কিত আরও খবর