জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যানের উপদেষ্টামন্ডলীর সদস্য একেএম মোস্তাফিজুর রহমান এমপি ও শরিফুল ইসলাম জিন্নাহ এমপিকে প্রেসিডিয়াম সদস্য হিসেবে মনোনয়ন প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) জাপার চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা জি এম কাদের তাদের মনোনীত করেন।
জাপার কেন্দ্রীয় যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা জিএম কাদের এমপি পার্টির গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে এই আদেশ দিয়েছেন। ইতিমধ্যে এই মনোনয়ন কার্যকর করা হয়েছে।
একেএম মোস্তাফিজুর রহমান কুড়িগ্রাম থেকে এবং শরিফুল ইসলাম জিন্নাহ বগুড়া থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।