বিএনপি বাস্তবতার সাথে সম্পর্ক হারিয়ে ফেলেছে: ওবায়দুল কাদের

, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-03-10 12:40:16

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমাদের দেশের আজকের রাজনীতির যে বাস্তবতা এই বাস্তবতায় বিএনপির মতো একটা দল দ্যা আর লুজিং কন্টাক্টস রিয়েলিটি। রিয়েলিটির সাথে সম্পর্ক হারিয়ে ফেলছে।

রোববার (১০ মার্চ) দুপুরে ধানমণ্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সাংবাদিক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশের রাজনীতিতে আজকে এটা প্রমাণ হচ্ছে শেখ হাসিনার হাতে এই দেশের গণতন্ত্র নিরাপদ। বঙ্গবন্ধু কন্যার হাতেই বাংলাদেশের উন্নয়ন, সমৃদ্ধি এটাই বাস্তবতা। তাহার হাতে যতদিন আছে বাংলাদেশ, ততদিন পথ হারাবে না বাংলাদেশ। তিনি মানুষের চোখের ভাষা, মনের ভাষা বুঝেন যেটা বিএনপি বুঝতে ভুল করেছে। যে কারণে রাজনীতিতে পথ হারা হয়ে যাচ্ছে।

ওবায়দুল কাদের বলেন, অনেক জায়গায় বিএনপির নেতারাও অংশ নিয়ে কিছু জায়গায় জয় লাভ করেছে। এই নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রতীক ছিলো না। এই নির্বাচনের পরেও বিএনপির মুখে নির্বাচন নিয়ে সরকারের বিরুদ্ধে কথা বলার যৌক্তিকতা নেই। যত দোষ, নন্দ ঘোষ- এই ধরনের একটা মানসিকতা পুষছে, এবং সেটাই তারা করে যাচ্ছে।

একই সাথে আপনি, বিএনপি মহাসচিব ও মার্কিন রাষ্ট্রদূতের সিঙ্গাপুরে যাওয়া শুধুই কি কাকতালীয় এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, আমি হাসপাতালে ছিলাম। আমার সাথে ফখরুল সাহেব মার্কিন রাষ্ট্রদূত আসলেই যে গিয়েছেন কারোই দেখা হয় নাই। দেখা সাক্ষাতের কোন সুযোগও ছিলো না।

ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এস এম কামাল হোসেন, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, আফজাল হোসেন, সুজিত রায় নন্দী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর