স্বাস্থ্য পরীক্ষা শেষে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসা ফিরোজায় ফিরেছেন বিএনপি চেয়ারপারস খালেদা জিয়া।
বৃহস্পতিবার (১৪ মার্চ) রাত ৮টা ১০ মিনিটে তিনি বাসায় ফেরেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন।
তিনি বলেন, সুস্থবোধ করায় মেডিকেল বোর্ডের পরামর্শে ম্যাডামকে বাসায় (খালেদা জিয়া) আনা হয়েছে। বাসায় রেখে তার চিকিৎসা দেওয়ার সিদ্ধান্ত দেয় মেডিকেল বোর্ড। ম্যাডাম সবার কাছে দোয়া চেয়েছেন।
এর আগে বুধবার (১৩ মার্চ) খালেদা জিয়া প্রয়োজনীয় কিছু শারীরিক পরীক্ষার-নিরীক্ষার জন্য এভারকার হাসপাতালে ভর্তি হন।
৭৮ বছর বয়সী খালেদা জিয়া হার্টের সমস্যা ও লিভার সিরোসিস ছাড়াও নানা শারীরিক জটিলতায় ভুগছেন। এ ছাড়া আর্থ্রাইটিস, ডায়াবেটিস, দাঁত ও চোখের সমস্যাসহ নানা জটিলতা রয়েছে তার। এরইমধ্যে কয়েক দফা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন তিনি। গত বছরের জুনে খালেদা জিয়ার এনজিওগ্রাম করা হলে তার হৃদ্যন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ে। এর একটিতে রিং পরানো হয়।