বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে ইফতার সামগ্রী উপহার দিলো যুবলীগ

, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট বার্তা২৪.কম | 2024-03-19 15:36:08

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ইফতার সামগ্রী উপহার দিয়েছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ।

মঙ্গলবার (১৯ মার্চ) সকালে মহাখালী সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজ মাঠে প্রায় তিন শতাধিক অসহায় দুস্থ মানুষের হাতে ইফতার সামগ্রী তুলে দেয় এশিয়া মহাদেশের বৃহৎ যুব সংগঠনটি।

ইফতার সামগ্রীর আওতায় চাল, ডাল, ছোলা, তেল, চিনিসহ নিত্য প্রয়োজনীয় বেশ কিছু পণ্য দেওয়ায় খুশি স্থানীয়রা।

রিকশাচালক আতিয়ার হোসেন বলেন, ইফতার বলতে সবাই তো মুড়ি, চিড়া, বুট দেয়, খাবার দেয়। এনারা তো তেল চিনি দিয়েছে, ভালোই হয়েছে কদিন ভালোই চলবে।

হুমায়রা বেগম নামের একজন বলেন, আমরা বসা মাত্র চেয়ারে প্যাকেট দিয়েছে। কোন ঝামেলা নেই। ভালো পেয়েছি। অনেক খুশি আমরা।

অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশের সভাপতিত্বে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এছাড়া তথ্য ও সম্প্রচার মন্ত্রী অধ্যাপক মোহাম্মদ আলী আরাফাত যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ মাইনুল হোসেন খান নিখিল, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদকসহ যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

এসময় মাস ব্যাপি ইফতার সামগী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।

এ সম্পর্কিত আরও খবর