খালেদা জিয়ার মুক্তির দাবিতে আবারও আন্দোলনে নেমেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
শনিবার (১১ মে) বিকেলে মা দিবস উপলক্ষে নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে দলটি। বিকেল ৩টায় বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে। সমাবেশে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।
সমাবেশ শুরুর আগে থেকেই দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকে নেতা কর্মীরা। সমাবেশ স্থলের পাশে একটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে।
সমাবেশে অংশ নিতে ব্যানার, ফেস্টুন নিয়ে মিছিলসহকারে দলটির নেতাকর্মীরা নয়াপল্টনে জড়ো হতে শুরু করে। এ সময় তাদের বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিসহ সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিতেও দেখা গেছে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে নয়াপল্টন ও এর আশপাশের এলাকায় বিএনপি নেতাকর্মীদের উপস্থিতিতে সরগরম হয়ে উঠছে।
এদিকে বিএনপির সমাবেশ ঘিরে শক্ত অবস্থানে আছে পুলিশ। যে কোন পরিস্থিতি মোকাবিলায় পুলিশের সাঁজোয়াযান রাখা হয়েছে সমাবেশ স্থলের পাশে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। এ ছাড়া কাকরাইল, বিচারপতি ভবন, বিজয় সরণিসহ আশেপাশের এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।