আওয়ামী লীগের 'আনন্দ র‍্যালি ও শোভাযাত্রা'য় নেতাকর্মীদের ভিড়

, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-06-21 14:51:59

আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তীতে রাজধানী ঢাকায় আয়োজিত 'আনন্দ র‍্যালি ও শোভাযাত্রা' কর্মসূচিতে যোগ দিতে দলে দলে নেতাকর্মীরা এসে জড়ো হচ্ছেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ প্রাঙ্গণে।

শুক্রবার (২১ জুন) দুপুর থেকেই নেতাকর্মীরা এখানে আসতে শুরু করেন। আর কিছুক্ষণ পরই শুরু হবে এ আনন্দ র‍্যালি ও শোভাযাত্রা।

এসময় নেতাকর্মীদের ট্রাক, গাড়ি ও মিছিলে মিছিলে আনন্দ র‍্যালি ও শোভাযাত্রা প্রাঙ্গণে আসতে দেখা যায়। নেতাকর্মীরা বঙ্গবন্ধু, শেখ হাসিনা ও আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন স্লোগানে স্লোগানে মুখরিত করে রাখেন পুরো এলাকা।

নেতাকর্মীরা বলেন, ২৩ জুনে আওয়ামী লীগের সৃষ্টি না হলে তাহলে হয়তো আমরা থাকতাম না, আমরা স্বাধীন হতে পারতাম না।

ইতোমধ্যে উপস্থিত হয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন সহ দলটির বিভিন্ন ইউনিট, সমমনা ওভ্রাতিপ্রতিম দলের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, বর্ণাঢ্য র‍্যালি ও শোভাযাত্রাটি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শাহবাগ, এলিফ্যান্ট রোড এবং মিরপুর রোড হয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি-বিজড়িত বাসভবন ধানমন্ডি বত্রিশ নম্বরের ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে এসে শেষ হবে।

এ সম্পর্কিত আরও খবর