আ.লীগের শোভাযাত্রায় যুব মহিলা লীগ নেত্রীদের হাতাহাতি

, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট বার্তা২৪.কম | 2024-06-21 17:10:23

আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে আয়োজিত সমাবেশে যোগ দিয়ে হাতাহাতির ঘটনা ঘটিয়েছে দলটির সহযোগী সংগঠন যুব মহিলা লীগের নেত্রীরা। এ সময় নেত্রীরা একে অন্যকে থাপ্পড় মারতে দেখা যায়।

শুক্রবার (২১ জুন) বিকাল ২টা ৫৫ মিনিটে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে আওয়ামী লীগের অস্থায়ী মঞ্চে এ ঘটনা ঘটে।

ঘটনার সময় অস্থায়ী মঞ্চে আওয়ামী লীগের কেন্দ্রীয় কয়েকজন নেতা ও বিভিন্ন সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, শোভাযাত্রায় অংশ নিতে একটি বড় আকারের জাতীয় পতাকা নিয়ে আসা হয়েছে। সেই পতাকা ধরে দাঁড়ান যুব মহিলা লীগের নেত্রীরা। পতাকা ধরতে দাঁড়ানো নেত্রীদের মধ্যে জায়গা পাওয়া নিয়ে ধাক্কাধাক্কি হয়। মুহুর্তেই তা হাতাহাতিতে রূপ নেয়। হাতাহাতির সময় এক নেত্রী আরেক নেত্রীর গালে চথাপ্পড় মারেন।

এ সময় ঘটনাস্থলের কাছেই ছিলেন যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলি। দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেন তিনি। তবে এ ঘটনায় কেউ আহত হননি।

এ সম্পর্কিত আরও খবর