দেশব্যাপী সিপিবির বিক্ষোভ ২৬ জুন

, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট বার্তা২৪.কম | 2024-06-22 23:36:41

সারাদেশে আগামী ২৬ জুন বিক্ষোভ সমাবেশ করবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। শনিবার (২২ জুন) সিপিবির ভারপ্রাপ্ত সভাপতি শাহীন রহমান ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন।

দুঃশাসন হটাও, ব্যবস্থা বদলাও, দুর্নীতি-লুটপাটের শেকড় উপড়ে ফেলো, পাচারের টাকা ফেরত আনো, খেলাপি ঋণ উদ্ধার করো, বামপন্থার পথ ধরো, দেশ বাঁচাও, মানুষ বাঁচাও– এসব দাবিতে কর্মসূচিটি পালন করা হবে।

কেন্দ্রীয় কর্মসূচিতে ওই দিন বিকেল সাড়ে ৪টায় রাজধানীর পুরানা পল্টন মোড়ে সমাবেশ হবে।

বিবৃতিতেদ, উল্লিখিত দাবি এবং স্থানীয় মেহনতি মানুষের বাঁচার দাবিতে দেশের সব জেলা-উপজেলায় বিক্ষোভ সংগঠিত করার জন্য দলের সংশ্লিষ্ট সব শাখার প্রতি আহ্বান জানিয়েছেন।

এ সম্পর্কিত আরও খবর