‘গণতন্ত্র ফিরিয়ে আনতে খালেদা জিয়ার মুক্তি জরুরি’

বিএনপি, রাজনীতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, লক্ষ্মীপুর | 2024-07-03 19:20:52

আওয়ামী লীগ দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছে বলে মন্তব্য করে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেছেন, আমাদের সাংবিধানিক অধিকার, আইনের অধিকার, মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকার ও ভোটের অধিকার ফেরত আনতে হলে খালেদা জিয়াকে মুক্ত করা জরুরি হয়ে পড়েছে।

তিনি বলেন, খালেদা জিয়াই গণতন্ত্রের জন্য সবচেয়ে বেশি লড়াই করেছেন। গণতন্ত্রের অধিকার আদায়ের সঙ্গে খালেদা জিয়ার মুক্তি ওতপ্রোতভাবে জড়িত। আমাদের এতদিনের সংগ্রামে আমি ব্যর্থতা দেখছি না। এজন্য হতাশ হওয়ার কোন কারণ নেই।

বুধবার (৩ জুলাই) বিকেলে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে লক্ষ্মীপুর জেলা শহরের পুরাতন গোহাটা এলাকায় বশির ভিলা প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আবদুল আউয়াল মিন্টু এসব কথা বলেন।

তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে দেশের লোক ভোট দিতে যায়নি। কোথাও গরু, কোথাও ছাগল, আবার কোথাও কুকুর দেখা গেছে। অতএব অবৈধ সরকারের ভোটার হচ্ছে গরু-ছাগল ও কুকুর। দেশের কোন ভদ্র লোক কোনদিন অবৈধ রাজনৈতিক দলকে ভোট দেবে না। জনগণ আওয়ামী লীগকে নির্বাসিত করেছে। যেদিন এ সরকারের পতন হবে- সেইদিন আওয়ামী লীগের কোন লোককে খুঁজে পাওয়া যাবে না।

বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিএনপির সহ-সাংগঠনকি সম্পাদক হারুনুর রশিদ ভিপি হারুন।

জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক হাছিবুর রহমানের সঞ্চালনায় এসময় জেলা বিএনপির সদস্য নিজাম উদ্দিন ভূঁইয়া, হাফিজুর রহমান, সদর উপজেলা বিএনপির আহবায়ক মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, লক্ষ্মীপুর পৌর বিএনপির সদস্য সচিব অধ্যাপক নিজাম উদ্দিন, জেলা যুবদলের সভাপতি রেজাউল করিম লিটন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, জেলা কৃষকদলের সভাপতি মাহবুব আলম মামুন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেল, জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুনসহ জেলার বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর