দুর্নীতি দেশের ‘বিষফোঁড়া’ হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) গৌরীপুর শাখার সাধারণ সম্পাদক কমরেড হারুন আল বারী।
শনিবার (৬ জুলাই) বিকেলে সিপিবি গৌরীপুর শাখার উদ্যোগে পৌর শহরে কালীখলা এলাকায় দুর্নীতিবিরোধী এক সমাবেশে সভাপতির বক্তব্যে এই মন্তব্য করেন কমরেড হারুন আল বারী।
কমরেড হারুন আল বারী বলেন, দুর্নীতির কারণে কৃষক তার ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে না। দুর্নীতির কারণে বেকারদের কর্মসংস্থান হচ্ছে না। দুর্নীতির কারণে শ্রমিক আজকে দিশেহারা!
হারুন আল বারী আরো বলেন, যারা দেশ পরিচালনা করছেন বা যারা রাষ্ট্র ক্ষমতায় যেতে চাচ্ছেন, তাদের দিয়ে দুর্নীতি বন্ধ করা সম্ভব নয়। দুর্নীতি বন্ধ করতে হলে দুর্নীতিমুক্ত রাজনীতি চাই, দুর্নীতিমুক্ত দেশ পরিচালনার পদ্ধতি চাই।
সমাবেশে আরো বক্তব্য রাখেন সিপিবি ময়মনসিংহ জেলা শাখার সদস্য সুশান্ত দেবনাথ খোকন, সিপিবি গৌরীপুর শাখার সহসাধারণ সম্পাদক আব্দুল লতিফ, সদস্য মজিবুর রহমান ফকির, সিপিবি গৌরীপুর পৌর শাখার সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান ও উপজেলা ছাত্র ইউনিয়নের সভাপতি আলী হোসেন প্রমুখ।
সমাবেশের আগে সিপিবি গৌরীপুর শাখার উদ্যোগে পৌর শহরে দুর্নীতিবিরোধী একটি মিছিল বের হয়।