বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে দেশে আনার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (০৫ আগস্ট) বঙ্গভবনে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি।
এসময় তিনি বলেন, ২৪ ঘণ্টার মধ্যে নির্দলীয় সরকার গঠন করা হবে। তিনমাসের মধ্য নির্বাচন করা হবে। খালেদা জিয়াসহ আন্দোলনরত শিক্ষার্থীদের মুক্তি দেওয়া হবে। এছাড়া আগামীকালও শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করবে রাষ্ট্রপতি।
তিনি আরও বলেন, অবিলম্বে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদ জিয়াকে মুক্তি দিতে হবে। একইসঙ্গে এই আন্দোলনে বেআইনিভাবে যাদের আটক হয়েছে তাদের মুক্তি দেওয়া হবে।
এর আগে, ঢাকা সেনানিবাসে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে বৈঠক শেষে তিনি দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।