ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দলের সভাপতি তানজিন চৌধুরী লিলি বলেছেন, আওয়ামী লীগের মতো উচ্ছৃঙ্খল হবো না। আওয়ামী লীগ সরকার দীর্ঘ দিন ক্ষমতায় থেকে ত্রাসের রাজত্ব কায়েম করেছিলো। দুর্নীতি ও লুটপাট করে দেশকে ধ্বংস করে দিয়েছিলো। আমাদের নেতা-কর্মীদের আওয়ামী লীগের মতো উচ্ছৃঙ্খল হওয়া যাবে না।
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে শুক্রবার (১৬ আগস্ট) সন্ধ্যায় পৌর শহরের কালীপুর মধ্যম তরফ এলাকায় আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ওই আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।
সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘ লড়াই সংগ্রামের কথা তুলে ধরে তানজিন চৌধুরী লিলি বলেন, বিশ্বের কোনো নারী নেত্রী গণতন্ত্রের জন্য এতো লড়াই-সংগ্রাম করেনি। তিনি দলকে যা দিয়েছেন তা অনুসরণ করা দরকার।
বেগম খালেদা জিয়া যেন পুরোপুরি সুস্থ হয়ে দেশবাসীর সামনে আসতে পারেন এজন্য সবার কাছে দোয়া কামনা করেন তিনি।
আলোচনা সভায় বক্তব্য দেন ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দলের সহসভাপতি সালেহা বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদৌস আনার তৃপ্তি, দপ্তর সম্পাদক মার্জিয়া নূর প্রমুখ।