সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ।
শনিবার (১৭ আগস্ট) সকালে রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি।
অলি আহমদ বলেন, শেখ হাসিনা এবং তার মন্ত্রী-এমপিসহ গণহত্যার সঙ্গে জড়িতদের আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারের মুখোমুখি করতে হবে। আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে নিষিদ্ধ করারও দাবি জানান তিনি।
তিনি বলেন, আওয়ামী পৃষ্টপোষকতায় যাদের চাকরি হয়েছে সেসব দালালদের শুধু বদলি কিংবা চাকরিচ্যুত না করে তাদের বরখাস্ত করতে হবে। উপজেলা পর্যায় পর্যন্ত দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে হবে।
দুদক, পিএসসি, ইসিসহ সব সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে রাজনীতি মুক্ত করার দাবি জানিয়ে বলেন, র্যাব ও পুলিশের মতো আইনশৃৃঙ্খলা বাহিনীগুলোর কাজের সীমা ঠিক করে দিতে হবে। সেই সঙ্গে যেসব কর্মকর্তা পদত্যাগ করেছে বা অবসরে গিয়েছেন, তাদের দুর্নীতির বিরুদ্ধে খোঁজ নেওয়ারও তাগিদ দেন কর্নেল (অব.) অলি।