ইনুর নিরাপত্তা ও আইনি অধিকার নিশ্চিতের আহ্বান জাসদের

বিবিধ, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-08-26 20:09:26

দলের সভাপতি হাসানুল হক ইনুর নিরাপত্তা ও আত্মপক্ষ সমর্থনের আইনি অধিকার নিশ্চিত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।

সোমবার (২৬ আগস্ট) জাসদের দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।

এতে বলা হয়, ২৬ আগস্ট দুপুরে জাসদ সভাপতি হাসানুল হক ইনু উত্তরায় তার এক আত্মীয়ের বাসায় গেলে গোয়েন্দা পুলিশ তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে যায়।

সম্প্রতি প্রাথমিক তদন্ত ছাড়াই ঢালাওভাবে দায়ের করা কয়েকটা হত্যা মামলায় হাসানুল হক ইনুর নাম যুক্ত করা হয়েছে, বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দলটি আরও বলে, জাসদ কেন্দ্রীয় কমিটি পুলিশি হেফাজতে হাসানুল হক ইনুর নিরাপত্তা নিশ্চিত করা এবং তাকে দ্রুত আদালতে হাজির করাসহ তার আত্মপক্ষ সমর্থনের আইনি অধিকার নিশ্চিত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহবান জানাচ্ছে।

এ সম্পর্কিত আরও খবর