গৌরীপুরে তিন তরুণ হত্যা মামলায় যুবলীগ নেতা মোফাজ্জল গ্রেফতার

, রাজনীতি

উপজেলা করেসপন্ডেন্ট বার্তা২৪.কম, গৌরীপুর (ময়মনসিংহ) | 2024-09-27 18:02:27

ময়মনসিংহের গৌরীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তিন তরুণ হত্যা মামলায় উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন খানকে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

মোফাজ্জল হোসেন খান গৌরীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাতে তাকে ময়মনসিংহ নগরীর শিববাড়ি এলাকা থেকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, গৌরীপুরে তিন তরুণ নিহতের ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় মোফাজ্জল হোসেনকে গ্রেফতার দেখানো হয়েছে।

তিনি জানান, শুক্রবার (২৭ সেপ্টেম্বর) তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

গত ২০ জুলাই গৌরীপুরের কলতাবাজারে বৈষম্যবিরোধী আন্দোলনে সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে তিন তরুণ নিহত হন।

তারা হলেন উপজেলার ডৌহাখলা ইউনিয়নের চুড়ালী গ্রামের বাবুল মিয়ার ছেলে বিপ্লব হাসান (২০), রামগোপালপুর ইউনিয়নের দামগাও গ্রামের মাওলানা আব্দুল হালিম শেখের ছেলে নূরে আলম সিদ্দিকী ওরফে রাকিব (২০) ও মইলাকান্দা ইউনিয়নের পূর্ব কাউরাট গ্রামের আনোয়ার উদ্দিনের ছেলে জোবায়ের আহমেদ (২১)।

এদিকে তিন তরুণ নিহতের ঘটনায় গত ২২ জুলাই গৌরীপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. শফিকুল আলম বাদী হয়ে থানায় অজ্ঞাতনা আসামি করে মামলা দায়ের করেন।

এছাড়াও তিন তরুণ নিহতের ঘটনায় পুলিশের মামলার পর ডৌহাখলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবদুর রহিম আকন্দ ও কৃষক দলের নেতা আবুল কাশেম বাদী হয়ে পৃথক দুটি মামলা করেন। ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে করা মামলা দুটিতে শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের আসামি করা হয়। মামলাগুলো তদন্ত করছে ডিবি পুলিশ। তিন তরুণ নিহতের ঘটনায় প্রথম আসামি হিসেবে গ্রেফতার হলেন মোফাজ্জল হোসেন।

এ সম্পর্কিত আরও খবর