সমাবেশ নিয়ে বৈঠকে জাতীয় পার্টি

জাতীয় পার্টি, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-11-01 22:02:07

জাতীয় পার্টির (জাপা) বিক্ষোভ সমাবেশকে ঘিরে কয়েকটি রাজনৈতিক দলের কর্মসূচি ঘোষণাকে কেন্দ্র করে কাকরাইল এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

এই বিষয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বার্তা২৪.কমকে জানান, কাকরাইল সভা-সমাবেশ নিষিদ্ধ করার বিষয়ে দলীয় ফোরামে আলোচনা শেষে সিদ্ধান্ত নেওয়া হবে। আলোচনা শেষে আগামীকাল সভা-সমাবেশে কোথায় হবে সেটা ঠিক করা হবে।

এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় আজ শুক্রবার (১ নভেম্বর) সংবাদ সম্মেলন করে দলটির চেয়ারম্যান জিএম কাদের।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, গতকাল একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। ছাত্র-জনতার নামে কিছু মানুষ এসে হামলার চেষ্টা করে। কর্মীরা তাদের প্রতিহত করে। পরে রাজু ভাস্কর্য থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম করে অগ্নিসংযোগ করা হয়। তারা নাগরিক কমিটির সক্রিয় সদস্য বলে জানা গেছে। 

সমাবেশ ও সংগঠন করা অধিকার সাংবিধানিক অধিকার। জাপা একটি নিবন্ধিত দল, আমরা সংগঠন করার অধিকার প্রাপ্ত, কিছু শর্ত রয়েছে, আমরা সমাবেশের অনুমতি চাইলে ডিএমপি কমিশনার অনুমতি দিয়েছে। জাপা কখনও সন্ত্রাস করেনি, আমরা সবসময় শান্তির পক্ষে, আমরা কখনও টেন্ডারবাজি-দখলবাজি করিনি।

ছাত্র-জনতা ও জাতীয় পার্টির মুখোমুখি অবস্থানে ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে রাজধানীর কাকরাইল ও এর আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করে।

আগামীকাল শনিবার (২ নভেম্বর) দুপুর ২টায় রাজধানীর কাকরাইলে মিছিল ও সমাবেশের ঘোষণা দিয়েছে জাতীয় পার্টি। চেয়ারম্যান ও মহাসচিবসহ দলের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ছাড়াও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে ওই সমাবেশে ডেকেছে জাতীয় পার্টি। একই দিন জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গণপ্রতিরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছে ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতা। এ অবস্থায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এমন সিদ্ধান্ত নিয়েছে ডিএমপি।

এ সম্পর্কিত আরও খবর