‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনে র্যালি নিয়ে রাজধানীর শাহবাগে অবস্থান করছেন বিএনপি। দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া র্যালিটি কারওয়ান বাজার ও ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হবে।
শুক্রবার (৮ নভেম্বর) দুপুর সাড়ে ৩টার দিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয় র্যালি। পরে দুপুর ৪টা ১০ মিনিট নাগাদ খণ্ড খণ্ড মিছিল নিয়ে রাজধানীর শাহবাগে পৌঁছায়।
এসময় র্যালিতে হাজার হাজার নেতাকর্মীদের অংশগ্রহণ করতে দেখা যায়। বিভিন্ন প্লাকার্ড হাতে স্লোগান দিতে দিতে এগিয়ে যান রাজধানীর ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউর দিকে।
আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি ছিল চোখে পরার মতো।
এর আগে গতকাল বৃহস্পতিবার (৭ নভেম্বর) দলটির পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে রাজধানীতে আজ র্যালি করবে বিএনপি।
নয়াপল্টন কার্যালয়ের সামনে থেকে র্যালির উদ্বোধন করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর মানিক মিয়া অ্যাভিনিউতে সমাপনী বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।