জাতীয় পার্টিকে বয়কটের ডাক গণ অধিকার পরিষদের

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জাতীয় পার্টিকে জাতীয় বেঈমান আখ্যা দিয়ে দলটিকে বয়কটের ডাক দিয়েছে গণ অধিকার পরিষদের পরিষদ। শুক্রবার ( ৮ অক্টোবর) বিকেলে রংপুর জিলা স্কুল মাঠে আয়োজিত দলটির বিভাগীয় সমাবেশ থেকে সাধারণ সম্পাদক মো. রাশেদ খান এই ঘোষণা দেন।

রাশেদ খান বলেন, জাতীয় পার্টি বাংলাদেশে ফ্যাসিজম কায়েম করেছে। রংপুরের মানুষ এই জাতীয় পার্টিকে আর মেনে নেবে না। রংপুরের মানুষ জাতীয় পার্টিকে বয়কট করেছে।

বিজ্ঞাপন

সমাবেশে সংগঠনটির সভাপতি নুরুল হক নুর বলেন, ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে কিন্তু তাদের দোসররা এখনও আছে। এই দোসরদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার আহ্বান জানান তিনি। অন্যথায় আবারও আন্দোলনের মাধ্যমে দোসরদের উৎখাতের হুশিয়ারি দেন নুর।

এসময় নির্বাচন নিয়ে নুর বলেন, সংখ্যানুপাতিক নির্বাচনই পারে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে। সে জন্য সংখ্যানুপাতিক নির্বাচনের প্রস্তাব দিয়েছেন তারা।

বিজ্ঞাপন

গণঅধিকার পরিষদের বিভাগীয় এই সভায় রংপুরের বিভিন্ন জেলা থেকে দল দলে যোগ দিয়ে কানায় কানায় পূর্ণ করে জিলা স্কুল মাঠ।