রোহিঙ্গাদের জন্য হাসপাতাল তৈরি ও অনুদান দিয়ে সাহায্য করছে তুরস্ক। এই সংকট সমধানে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে দেশটি।
রোববার (২৪ নভেম্বর) বিকেলে গুলশানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত তুরস্ক রাষ্ট্রদূত রামিস সেনের সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এ কথা জানান।
আমীর খসরু বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে তুরস্ক কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে। এছাড়াও দেশটির সঙ্গে বাংলাদেশের ১ দশমিক ৬ বিলিয়ন মূল্যের ব্যবসা আছে। এটিকে তারা কিভাবে সামনে এগিয়ে নিয়ে যেতে পারে সে বিষয়ে আলোচনা হয়েছে।
নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, বাংলাদেশের রাজনৈতিক বিষয়ে সবসময় যেটা উঠে আসে তা হলো নির্বাচন কবে? সকলেরই প্রশ্ন এটা। আমরাও চাই এই সরকার শিগগিরই যেনো নির্বাচনের তারিখ ঘোষণা করে দেয়। এতে বিদেশিরাও আমাদের দেশে বিনিয়োগ করতে আগ্রহী হবে।
এছাড়া বৈঠকে পর্যটন, চিকিৎসা, দেশের ক্যাপাসিটি বিল্ডিংসহ সম্পর্ক উন্নয়নে কাজ করা আগ্রহ প্রকাশ করেছে তু্রস্ক।