লন্ডন পৌঁছেছেন মির্জা ফখরুল

, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট বার্তা২৪.কম | 2024-12-01 04:02:47

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে পৌঁছেছেন বিএন‌পির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সঙ্গে রয়েছেন স্ত্রী রাহাত আরা বেগম।

শনিবার (৩০ নভেম্বর) স্থানীয় সময় বিকেল ৪টা ১৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি সস্ত্রীক লন্ডনের হিথ্রো বিমানবন্দরে এসে পৌঁছান। এ সময় তাকে যুক্তরাজ্য বিএন‌পি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা স্বাগত জানান।

যুক্তরাজ্য বিএন‌পির সভাপ‌তি এম এ মা‌লিক, সাধারণ সম্পাদক কয়সর এম আহমদ, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল হোসেনসহ সংগঠনের বি‌ভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপ‌স্থিত ছিলেন।

চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক বলেন, মহাস‌চিবের স্ত্রী রাহাত আরা বেগমের চি‌কিৎসার জন্য মহাস‌চিব লন্ডনে এসেছেন। তা ছাড়া সফরে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে মহাস‌চিবের সাক্ষাৎ ও বৈঠক হবে।

মহাস‌চিবের সম্মানে আগামী তিন ডিসেম্বর লন্ডনের রয়েল রিজে‌ন্সি হলে‌ এক‌টি অনুষ্ঠানের আয়োজন করেছে যুক্তরাজ্য বিএন‌পি। তার আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত লন্ডনে অবস্থান করার কথা রয়েছে।

এ সম্পর্কিত আরও খবর