ভারতের স্বপ্ন কখনোই সফল হবে না: ফারুক

, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-12-05 17:36:49

বিএনপি'র চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, আওয়ামী লীগ ১৬ বছরের ইতিহাসে বাংলাদেশে যে কলঙ্ক সৃষ্টি করেছে তাতে সকল ক্ষেত্রে বিশ্বে বাংলাদেশের মাথা উঁচু করে দাঁড়াবার সুযোগ নষ্ট করেছে। শেখ হাসিনা যে দেশে আশ্রয় নিয়েছে সেই হিন্দুস্তান ভারতের সহযোগিতা আমরা অস্বীকার করি না। কিন্তু সহযোগিতার নামে যদি বাংলাদেশ দখল করার কোনো স্বপ্ন আপনাদের (ভারতের) থাকে, সেই স্বপ্ন কখনোই সফল হবে না।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলনের উদ্যোগে বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় আগ্রাসন, অপপ্রচার ও সার্বভৌমত্ব বিরোধী অপতৎপরতা বন্ধের দাবিতে প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।

জয়নুল আবদিন ফারুক বলেন, আগরতলায় সহকারী হাইকমিশনারে হামলা করে বাংলাদেশের মানুষের প্রতি অসন্মান করা হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কথায় বাংলাদেশের মানুষকে হেয় প্রতিপন্ন করেছে। বাংলাদেশে যে হিন্দু মুসলিম দাঙ্গা লাগাবার প্রক্রিয়া তারা করছে- বাংলাদেশের জনগণ মনে করে ৫ আগস্টের পরে যদি শেখ হাসিনা এই মোদির পদতলে আশ্রয় না নিতো তাহলে এই ঘটনাগুলো ঘটতো না। এই ঘটনার মূল শক্তি হলো শেখ হাসিনা। সে এই সরকারকে অস্থিতিশীল করছে।

তিনি বলেন, আমরাও স্বাধীন, আমরাও স্বাধীনতা অর্জন করেছি। আমাদের স্বাধীনতা রক্ষার জন্য আমরা জীবন দিতে প্রস্তুত। কিন্তু আপনি যদি আমাদের স্বাধীনতা নিয়ে আমাদের ভূখণ্ড নিয়ে, আমাদের অধিকার নিয়ে, আমাদের গণতন্ত্র নিয়ে, সংবিধান নিয়ে কথা বলেন তাহলে বাংলাদেশের ১৮ কোটি মানুষ একেকজন সৈনিক সেটার প্রতিবাদ করবে; সেটার প্রমাণ আপনারা পেয়েছেন।

ফারুক বলেন, সকল ষড়যন্ত্র উপেক্ষা করে আল্লাহতায়ালা এখনো খালেদা জিয়াকে জীবিত রেখেছেন। তাই বলতে চাই বিএনপিকে আন্ডারস্টিমেট করবেন না। বিএনপিকে আপনারা মাইনাস টু এর দিকে নিয়ে যাবেন না। তত্ত্বাবধায়ক সরকার, আপনার কাছে বিনীত অনুরোধ রইলো আর বিলম্ব নয়; এইসকল ষড়যন্ত্র রুখতে হলে জনপ্রতিনিধি দরকার। তাই অবিলম্বে বাংলাদেশের সংসদ নির্বাচনের রোডম্যাপ দিতে হবে। সময়তো আমরা দিয়েছি, সময় আরও দিতে চাই। কিন্তু এই সময়ের মধ্যে যেনো আওয়ামী লীগের লোকেরা ষড়যন্ত্র করতে না পারে। এদেরকে উৎখাত করতে হবে।

প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে তিনি বলেন, ড. ইউনূস আমরা আপনার সাথে আছি আমরা থাকবো। তবে দাবি একটাই আমার স্বচ্ছভাবে ভোট আমি দিতে পারি এমন একটা নির্বাচনের তারিখ অবিলম্বে ঘোষণা করুন।

বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলনের আহ্বায়ক এম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার মোফাজ্জল হোসেন হৃদয়ের সঞ্চালনায় প্রতিবাদ সভায় আরো বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমতুল্লাহ, প্রিন্সিপাল শাহ মো. নেছারুল হক, তাতী দলের যুগ্ম আহবায়ক ড. কাজী মনিরুজ্জামান মনির, কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু, শাহ আব্দুল্লাহ আল বাকি, অ্যাডভোকেট রবিউল হোসেন রবি, বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলনের যুগ্ম আহ্বায়ক ইউসুফ আলী মিঠু, শফিকুল ইসলাম সবুজ, তোফায়েল হোসেন মৃধা, ঢাকা মহানগর দক্ষিণ বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ইঞ্জিনিয়ার মো. জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক মো. মুসা ফরাজীসহ প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর