খাগড়াছড়িতে আওয়ামী লীগ নেতা আশুতোষ গ্রেফতার

, রাজনীতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, খাগড়াছড়ি | 2024-12-15 00:14:35

খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আশুতোষ চাকমাকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৪ ডিসেম্বর) রাত ৮টার দিকে জেলা সদরের দক্ষিণ পানখাইয়াপাড়ার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। খাগড়াছড়ির পুলিশ সুপার আরেফিন জুয়েল বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, ৫ আগস্ট পরবর্তী খাগড়াছড়ি সদর, দীঘিনালা, রামগড়, লক্ষ্মীছড়ি ও পানছড়ি থানায় মামলা হয় জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতা আশুতোষের বিরুদ্ধে। এসব মামলার মধ্যে ৭টি মামলা তদন্তাধীন বলে নিশ্চিত করেন পুলিশ সুপার। অ্যাডভোকেট আশুতোষ চাকমা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছাড়াও জেলা বার এসোসিয়েশনের সভাপতি এবং পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য ছিলেন।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন জানান, বিশেষ অভিযানে বিভিন্ন থানার একাধিক মামলার আসামি আওয়ামী লীগ নেতা আশুতোষ চাকমাকে গ্রেফতার করা হয়েছে। রোববার তাকে আদালতে প্রেরণ করা হবে।

এ সম্পর্কিত আরও খবর