‘শেখ হাসিনা ক্ষমতায় থাকার জন্য নির্বিচারে গুলি চালিয়েছে’

বিএনপি, রাজনীতি

স্টাফ করেসপন্ডেট, বার্তা২৪.কম | 2024-12-25 21:52:56

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল বলেছেন, শেখ হাসিনা জোর করে ক্ষমতায় থাকার জন্য নির্বিচারে গুলি চালিয়েছে। তিনি মনে করেছিল ছাত্র-জনতা, শ্রমিকদের খুন করে, গুম করে, ক্ষমতায় টিকে থাকবে। কিন্তু আল্লাহ পাক তাকে ক্ষমতায় থাকতে দেয় নাই। ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

বুধবার (২৫ ডিসেম্বর) জামালপুরের মেলান্দহ উপজেলার ৮নং ফুলকোচা ইউনিয়নে আয়োজিত কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজমকে চোর আখ্যা দিয়ে মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, মেলান্দহ মাদারগঞ্জে মির্জা আজম ভোট চুরি করেছেন। তিনি চোর, ওবায়দুল কাদের চোর, শেখ হাসিনা চোর, এরা ডাকাত। এই চোরদের মুখ আমরা বাংলাদেশে আর দেখতে চাই না। আমরা এই খুনি, চোরদের বিচার চাই।

তিনি বলেন, বাংলাদেশের জনগণ ভোটের মালিক। তাদের এই ভোটাধিকার শেখ হাসিনা ডাকাতি করেছিল। জনগণ তাদের ভোটের অধিকার ফেরত চায়, ভোট নিয়ে তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করতে চায়।

গত ১৫-১৭ বছর ধরে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে ভোটের দাবিতে আন্দোলন হয়েছে উল্লেখ করে বাবুল বলেন, এই আন্দোলনের কারণেই শেখ হাসিনা খালেদা জিয়াকে সাজা দিয়ে জেলে রেখেছিল, তাকে বিনা চিকিৎসায় মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে।

ফুলকোচা ইউনিয়ন কৃষক দলের সভাপতি শাহজান মণ্ডলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলতাফুর রহমানের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন- মেলান্দহ পৌর বিএনপির সভাপতি মনোয়ার হোসেন হাওলাদার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম রফিকুল ইসলাম রফিক, উপজেলা কৃষক দলের সভাপতি মতিউর রহমান বাবলু, ফুলকোচা ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জহুরুল হক, সাধারণ সম্পাদক মোখলেছুর রহমানসহ জেলা, উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

এ সম্পর্কিত আরও খবর