ইসলামী রাষ্ট্র কায়েম হলে দারিদ্র্য দূর হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন।
তিনি বলেন, যারা এতদিন দেশ শাসন করেছেন, তারা ইসলামের আলোকে দেশ পরিচালনা না করায় দুর্ভিক্ষ, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও নানা অপশাসন দেশে চলমান।
শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার ৮ নম্বর শুলকবহর ওয়ার্ড জামায়াতের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যক্ষ নুরুল আমিন বলেন, শীতকাল দরিদ্র্য, অসহায় ও ছিন্নমূল মানুষের জন্য খুবই কষ্টের। তাদের শৈত্যপ্রবাহ থেকে বাঁচার মতো ন্যূনতম ব্যবস্থাপনাও নেই। সমাজের বিত্তবানদের উচিত এই অসহায়দের পাশে দাঁড়ানো।
৮ নম্বর শুলকবহর ওয়ার্ড আমির তৌহিদ আজাদের সভাপতিত্বে ও সেক্রেটারি শহিদুল্লাহ তালুকদারের সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পাঁচলাইশ থানা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার মাহবুবুল হাসান রুমী। তিনি বলেন, এ এলাকায় চাঁদাবাজ ও সন্ত্রাসীদের কোনো জায়গা দেওয়া হবে না।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম, বায়তুলমাল সম্পাদক জাহাঙ্গীর আলম এবং মাওলানা শামসুল ইসলাম হাকেমী।