'মার্চ ফর ইউনিটি' ষড়যন্ত্রকারীদের জন্য সহায়ক কী না, প্রশ্ন এনির

বিএনপি, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2025-01-01 17:33:53

বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ইউনিটির নামে আজকে ঐ ষড়যন্ত্রকারী যারা অর্থপাচার করেছিলো, যারা ফ্যাসিস্ট কায়দায় কর্তৃত্ববাদী শাসন কায়েম করেছিলো, যার গুম করেছিলো, খুন করেছিলো, যারা এখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে তাদের জন্য কি সহায়ক নয়?

বুধবার (১ জানুয়ারি) বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার ইন্সটিটিউটে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, অত্যন্ত দুঃখের বিষয়, মার্চ ফর ইউনিটির নামে গতকাল আমরা লক্ষ করেছি যাদের মুখ থেকে এই বাক্যটি এসেছে তাদের বডি ল্যাংগুয়েজ আপনারা খেয়াল করবেন, তাদের পোস্টার ব্যানার আপনারা লক্ষ করবেন, তাদের বক্তব্যগুলো লক্ষ করবেন, কেন, কি কারণে নতুন করে ইউনিটির নামে আপনাদের কে মিটিং করতে হয়? যেদিন আমরা জেলে ছিলাম এই আন্দোলন সংগ্রামের মধ্যে, ছাত্রদলকে আহ্বান করেছেন, মাঠে যতগুলো রাজনৈতিক দল আছে তাদের আহ্বান করেছেন, মাঠে নেমে আসার জন্য আমাদের মহাসচিবের সঙ্গে বৈঠক করেছেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে স্কাইপিতে মিটিং করেছেন তাহলে আজকে কেন আবার ইউনিটির প্রশ্ন আসে? অত্যন্ত দুঃখের বিষয়। আপনাদের শুভ বুদ্ধির উদয় হওয়া দরকার।

তিনি বলেন, জাতীয়তাবাদী ছাত্রদল দেশের বৃহৎ রাজনৈতিক ছাত্র সংগঠন। এই সংগঠন গৌরবের সঙ্গে আমরা সবাই জড়িত, আমাদের কমিটমেন্ট জড়িত। আজকের দেশের ছাত্রসমাজের সামনে যখন ইউনিটির কথা বলেন, তখন স্বাভাবিক কারণেই আমরা কষ্ট পাই। কারণ এই ইউনিটির সুযোগ কারা নিচ্ছে, কারা সুযোগ নিতে চায়, ষড়যন্ত্র করে দেশকে অস্থিতিশীল করতে চায়, তাই আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা চিন্তা করুন, আপনাদের মধ্যে শুভ বুদ্ধির উদয় হউক, কেন এই ধরণের পোস্টার আপনাদের মিটিংয়ে আসবে, কেন এই ধরনের বক্তব্য আপনাদের মিটিংয়ে আসবে, কেন এই ধরণের বডি ল্যাংগুয়েজ আপনাদের মধ্যে আসবে। যে বডি ল্যাংগুয়েজে বক্তব্য দিয়েছেন, আমরা লক্ষ করেছি, আমরা তা চাই না। 

বিএনপির এই যুগ্ম-মহাসচিব বলেন, বৃহত্তর গণতন্ত্রের স্বার্থে এখনো আমরা আহ্বান জানাই, আমাদের ঐক্য ফ্যাসিস্টদের বিরুদ্ধে ঐক্য, হাসিনার বিচারের বিরুদ্ধে ঐক্য, আমরা চাই হাসিনার সাথে যারা সাংগপাংগ হয়ে যে অন্যায় করেছিলো, লুটপাট করেছিলো, আজকে সেই ঐক্য হওয়া দরকার। সবার আগে হাসিনার বিচার চাই। তাদের বিচার না করে বিভিন্নভাবে ষড়যন্ত্রকারীদের সুযোগ করে দেয়া এটা আমাদের মধ্যে যে ঐক্য তৈরি হয়েছিলো সেখানে একটা বাধা-বিপত্তি হতে পারে।

আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

এসময় আরও বক্তব্য রাখেন, বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, নির্বাহী কমিটির সদস্য নাজিমুদ্দিন আলম, ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রশীদ হাবিব। 

এ সম্পর্কিত আরও খবর