৯ দিনেও উদ্ধার হননি সোহেল তাজের ভাগ্নে

আওয়ামী লীগ, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম | 2023-08-27 15:52:33

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানা এলাকার এফমি প্লাজার সামনে থেকে কালো রঙের প্রাডো গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজের ভাগ্নে সৈয়দ ইফতেখার আলম প্রকাশ ওরফে সৌরভকে।

গত ৯ জুন (রোববার) সন্ধ্যা থেকে পুলিশের ভাষায় তিনি নিখোঁজ হলেও অদ্যবদি তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

পুলিশ বলছে, প্রেম সংক্রান্ত ঝামেলা থেকে নিখোঁজ হয়েছেন সৌরভ। পক্ষান্তরে পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, কোনো সংঘবদ্ধ চক্র তাকে কৌশলে অপহরণ করেছে।

সৌরভের বড় ভাই তানভীর শাহরিয়ার সম্রাট বার্তা২৪.কমকে বলেন,‘সৌরভের ভাগ্যে কি ঘটেছে আমরা জানি না, যাই ঘটুক আমরা সত্য কি সেটাই জানতে চাই। সৌরভকে সশরীরে দেখতে চাই। সৌরভের সন্ধান পেতে চাই। ঘটনার নয়দিন অতিবাহিত হলেও সৌরভের সন্ধান না পাওয়ায় আমরা শঙ্কিত।’

সৈয়দ ইফতেখার আলম প্রকাশ (সৌরভ) ৯ জুন চট্টগ্রাম প্রবর্তক মোড়স্থ এফমি প্লাজার সামনে থেকে নিখোঁজ হন। এ ঘটনায় সৌরভের বাবা ইদ্রিস আলম বাদী হয়ে ১০ জুন পাঁচলাইশ থানায় একটি জিডি (৫২০) করেন। জিডিতে তিনি সৌরভকে অপহরণ করা হয়েছে বলে উল্লেখ করেন।

আরও পড়ুন: কালো প্রাডোতে তুলে নিয়ে যায় সোহেল তাজের ভাগ্নেকে

সৌরভের চাচাতো ভাই সাহেদুর রহমান বার্তা২৪.কমকে বলেন, ‘সৌরভ যেখানেই থাকুক আমরা আইনশৃঙ্খলা বাহিনীর শরণাপন্ন হয়েছি। সুতরাং আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে আমরা তার খোঁজ পেতে চাই। সঠিক তথ্য পেতে চাই।’

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের উপ-কমিশনার মোহাম্মদ শহিদুল্লাহ বার্তা২৪.কমকে বলেন, ‘সৌরভ নিখোঁজের ব্যাপারে গুরুত্বপূর্ণ তথ্য আমাদের হাতে এসেছে। আমাদের তদন্ত অব্যাহত আছে। তবে সে এখন কোথায় আছে সেটি সঠিক করে বলা যাচ্ছে না তদন্তের স্বার্থেই।’

এ সম্পর্কিত আরও খবর