'আ.লীগের রেকর্ড গণতন্ত্র হত্যা, বিএনপির রেকর্ড পুনঃপ্রতিষ্ঠা'

বিএনপি, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-26 06:34:31

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, 'এ সরকার অনির্বাচিত, রাতের অন্ধকারের ভোট ডাকাতি করে ক্ষমতায় টিকে আছে। ২৯ ডিসেম্বর রাতে আবারও তারা গণতন্ত্রকে হত্যা করেছে। অন্যদিকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাকশালের পরিবর্তে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। আওয়ামী লীগের রেকর্ড গণতন্ত্রকে হত্যা করা। বিএনপির রেকর্ড গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করার।'

সোমবার (৯ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে আয়োজিত এক র‍্যালির উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে খন্দকার মোশাররফ হোসেন বলেন, 'সরকার প্রধান ও নেতারা নানা জায়গায় আবোল-তাবোল বক্তব্য রাখছেন। কোনো কারণ ছাড়াই গতকাল সংসদে প্রধানমন্ত্রী শহীদ জিয়াউর রহমানকে কটূক্তি করেছেন। প্রধানমন্ত্রী সংসদে বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নাকি অবৈধ রাষ্ট্রপতি ছিলেন। ১৯৭৮ সালের জুন মাসে সাধারণ নির্বাচনের মাধ্যমে এ দেশের সকল জনগণ ভোট দিয়ে তাকে রাষ্ট্রপতি নির্বাচিত করেছিলেন। আওয়ামী লীগের মতো ৩০ ডিসেম্বরের নির্বাচন ২৯ তারিখ রাতে ডাকাতি করে নয়, তিনি এ দেশের জনগণের ভোটের নির্বাচিত রাষ্ট্রপতি ছিলেন।'

বিএনপির নেতা বলেন, 'নিজেদের দোষ ধামাচাপা দিতে বর্তমান অবৈধ সরকার ও আওয়ামী লীগের প্রধান নেতারা নানা জায়গায় আবোল-তাবোল বক্তব্য দিচ্ছেন।'

র‍্যালিতে আরও উপস্থিত ছিলেন- বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতান আহমেদ, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান সহ দলের নেতাকর্মীরা।

এ সম্পর্কিত আরও খবর