মির্জা আব্বাসের বাসায় ছাত্রদলের কাউন্সিলের ভোট

বিএনপি, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-31 06:45:40

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বাসায় জাতীয়তাবাদী ছাত্রদলের কাউন্সিলের ভোটগ্রহণ শুরু হয়েছে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে ভোটগ্রহণ শুরু হয় বলে জানিয়েছেন ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী রওনকুল ইসলাম শ্রাবণ।

তিনি বলেন, রাতের মধ্যেই ভোটগ্রহণ, গণনা ও ফল প্রকাশ করা হবে।

বুধবার বিকেলে নেতাদের জরুরি নির্দেশনায় ছাত্রদলের কাউন্সিলররা (ভোটার) ঢাকায় এসে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন। পরে সন্ধ্যায় কাউন্সিলর ও প্রার্থীদের নিয়ে বৈঠকে বসেন কাউন্সিলের দায়িত্বপ্রাপ্ত নেতারা। স্কাইপের মাধ্যমে বৈঠকে অংশ নেন ছাত্রদলের সাংগঠনিক সর্বোচ্চ নেতা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।


বিএনপি সূত্রে জানা গেছে, নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন ছাত্রদলের সাবেক নেতা ও বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন এবং সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী।

ছাত্রদলের ১০টি সাংগঠনিক বিভাগের ১১৬ শাখায় মোট ৫৬৬ জন কাউন্সিলর রয়েছেন। এর মধ্যে ৫ শতাধিক কাউন্সিলর মির্জা আব্বাসের বাসায় উপস্থিত হয়েছেন।

২৭ বছর পর ভোটের মাধ্যমে আয়োজিত ছাত্রদলের কাউন্সিলে সভাপতি পদে লড়ছেন ৯ জন। তারা হলেন—মো. ফজলুর রহমান খোকন, কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, মাহমুদুল হাসান বাপ্পি, হাফিজুর রহমান, রিয়াদ মো. তানভীর রেজা রুবেল, মো. এরশাদ খান, এসএম সাজিদ হাসান বাবু, এবিএম মাহমুদ আলম সরদার ও মোহাম্মদ মামুন বিল্লাহ।

সাধারণ সম্পাদক পদে প্রার্থী ১৭ জন। তারা হলেন—শাহ নাওয়াজ, মোস্তাফিজুর রহমান, মো. ইকবাল হোসেন শ্যামল, মো. জাকিরুল ইসলাম জাকির, মোহাম্মদ কারিমুল হাই (নাঈম), মাজেদুল ইসলাম রুমন, ডালিয়া রহমান, মো. আমিনুর রহমান আমিন, শেখ আবু তাহের, সাদিকুর রহমান, কেএম সাখাওয়াত হোসাইন, সিরাজুল ইসলাম, মো. জুয়েল হাওলাদার (সাইফ মাহমুদ জুয়েল), মো. হাসান (তানজিল হাসান), মুন্সি আনিসুর রহমান, মো. মিজানুর রহমান শরিফ, শেখমো. মশিউর রহমান রনি, সোহেল রানা ও কাজী মাজহারুল ইসলাম।

এ সম্পর্কিত আরও খবর