‘রাষ্ট্রের সকল স্তর ধ্বংস করেছে সরকার’

বিএনপি, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-09-01 10:20:23

আওয়ামী লীগ সরকারের দুঃশাসনের কারণে রাষ্ট্রের সকল প্রশাসনিক স্তরে দুর্নীতি ছড়িয়ে পড়েছে। দলীয়করণের মাধ্যমে রাষ্ট্রের সকল ক্ষেত্র তারা ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে জাতীয় প্রেসক্লাবে সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য হান্নান শাহ’র তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় তিনি এসব কথা বলেন।

খন্দকার মোশারফ বলেন, ‘দেশে ক্যাসিনো নিষিদ্ধ থাকার পরও ক্যাসিনো প্রতিষ্ঠিত হয়েছে। সরকারের সহযোগিতা ও প্রশাসনের সহযোগিতা ছাড়া সেটা কখনো সম্ভব হতো না।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের প্রসঙ্গে তিনি বলেন, ‘বিভিন্ন প্রকল্পের দুর্নীতিকে ছিঁচকে চোর বলে অভিহিত করেছেন ওবায়দুল কাদের। বড় চোরদের সহোযোগিতা ছাড়া এই ছিঁচকে চোররা চুরির সাহস পেত না।’

তিনি আরও বলেন, ‘আজ দুর্নীতির পাহাড় সৃষ্টি হয়েছে। আমরা তার একটা অংশ জানতে পারছি। সরকার শুদ্ধি অভিযান করছে। শুধু নিচের দিকে শুদ্ধি অভিযান করে লাভ হবে না। উপরের দিকে শুদ্ধি অভিযান করেন। তাহলে সত্যি শুদ্ধি অভিযান হবে। তা না হলে এই অভিযানকে মানুষ লোক দেখানো অভিযান বলে আখ্যা দেবে।’

বিএনপির এই নেতা বলেন, ‘এই সরকার জনগণের সরকার নয়। এই সরকার নির্বাচিত সরকার নয়। তাই জনগণের প্রতি তাদের দায়বদ্ধতা নেই। এই সরকারে জনগণেরও সমর্থন নেই। দেশকে মুক্ত করতে হলে গণতন্ত্রকে মুক্ত করতে হবে। আর গণতন্ত্র মুক্ত করতে হলে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে।’

স্মরণ সভায় আরও উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, বাবু গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হান্নান শাহ্ স্মৃতি সংসদের সদস্য সচিব মেজর (অব) মোহাম্মদ মিজানুর রহমান ও আহ্বায়ক ফজলুল হক মিলন প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর