আবরার হত্যাকাণ্ড মানবিক মূল্যবোধকে কষাঘাত করেছে: জিএম কাদের

জাতীয় পার্টি, রাজনীতি

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-25 01:31:08

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, ‘বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদ হত্যার ঘটনাটি মানবিকতা এবং মানবিক মূল্যবোধকে কষাঘাত করেছে।’ বুধবার (৯ অক্টোবর) এক বিবৃতিতে এমন মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‘বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), যেখানে দেশের মেধাবী ছাত্র-ছাত্রী ভর্তি হওয়ার সুযোগ পেয়ে থাকে, সেই ছাত্ররা যখন তাদেরই কোনো সহপাঠীকে অমানুষিকভাবে পিটিয়ে হত্যা করতে পারে, তাহলে বুঝতে হবে সমাজে কতটা অবক্ষয় নেমে এসেছে এবং মানবিক মূল্যবোধের কতখানি পতন ঘটেছে। আমি এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও ধিক্কার জানাই এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। যারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তারা যাতে কোনোভাবে রক্ষা না পায়, সেদিকে সব পক্ষের নজর রাখতে হবে।’

‘আমি আশা করি, এ ব্যাপারে সরকারের কঠোর মনোভাবের বাস্তবায়ন ঘটবে। এ হত্যাকাণ্ডের প্রতিবাদে ছাত্ররা যে দাবি পেশ করেছে, তা বিবেচনার জন্য আমি বুয়েট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। এ হত্যাকাণ্ডের দ্রুত বিচার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যা দেখে যে কোনো জিঘাংসার নেশা যেন চিরতরে নির্মূল হয়ে যায়,’ যোগ করেন জাতীয় পার্টির চেয়ারম্যান।

এ সম্পর্কিত আরও খবর