ঘূর্ণিঝড়ে জানমাল রক্ষায় কর্মীদের নির্দেশ দিয়েছেন জিএম কাদের

জাতীয় পার্টি, রাজনীতি

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-27 06:44:17

ঘূর্ণিঝড় ‘বুলবুল’-এর বিরুপ প্রভাব থেকে সাধারণ মানুষের জানমাল রক্ষায় দলীয় নেতা-কর্মীদের সক্রিয়ভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের (এমপি)।

শনিবার (৯ নভেম্বর) এক বিবৃতিতে এ নির্দেশ দেন তিনি।

উপকূলীয় এলাকাসহ সারাদেশে সম্ভাব্য ঘূর্ণিঝড় পরিস্থিতি মোকাবেলায় সরকারি উদ্যোগকে একযোগে সহায়তা করতে নেতা-কর্মীদের নির্দেশ দেন জাপা চেয়ারম্যান।

বিবৃতিতে জিএম কাদের বলেছেন, প্রতিটি দুর্যোগে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ মানুষের পাশে থেকেছেন। দুর্যোগে দুর্গত মানুষের সেবার দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। জাতীয় পার্টির প্রতিটি নেতা-কর্মীকে প্রাকৃতিক দুর্যোগে এরশাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিপন্ন মানুষের পাশে থাকতে হবে।

বিবৃতিতে আরও বলা হয়, সরকারি-বেসরকারি ও স্বেচ্ছাসেবী সংস্থাগুলোকে ঘূর্ণিঝড় বুলবুল মোকাবিলায় সমন্বিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি উপকূলীয় এলাকার জনসাধারণকে নিকটস্থ ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রগুলোতে আশ্রয় নিতে আহ্বান জানান তিনি।

এ সম্পর্কিত আরও খবর