বিএনপি-জামায়াত ভাসানীকে ব্যবহার করতে চেয়েছিল: মেনন

বিবিধ, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-23 11:28:46

বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, বিএনপি-জামায়াত চক্র মাওলানা আবদুল হামিদ খান ভাসানীকে ব্যবহার করতে চেয়েছিল।

রোববার (১৭ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে ওয়ার্কার্স পার্টি আয়োজিত ‘মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৩ তম মৃত্যুবার্ষিকী’ উপলক্ষে এক আলোচনা সভায় তিনি একথা বলেন।

তিনি বলেন, আমরা মাওলানা ভাসানীকে রাজনৈতিকভাবে ভুলে গেছি। রাষ্ট্রের অবক্ষয়ের কারণেই যুদ্ধ পরবর্তী সময়ে রাষ্ট্র বিরোধীদের রাজনৈতিক আসনে বসানো হয়েছে। তাদের বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে। বিএনপি-জামায়াত চক্র মাওলানা ভাসানীকে মুসলিম জাতীয়তাবাদী লোক হিসেবে চিহ্নিত করে তারা তাকে ব্যবহার করতে চেয়েছিল।

তিনি আরও বলেন, মাওলানা ভাসানী যিনি প্রথম স্বাধীনতা পরবর্তী সময়ে এক কৃষক সম্মেলনে বলেছিলেন যে দেশে রাজাকারদের ভোটাধিকার ও নাগরিকত্ব ৩০ বছরের জন্য তুলে নেওয়া হোক। কিন্তু পরবর্তী সময়ে আমরা উল্টোটা করেছি। আমরা তাদের ভোটাধিকার ফিরিয়ে দিয়েছি এবং শেষ পর্যন্ত রাষ্ট্র ক্ষমতায় তাদের বসার সুযোগ করে দিয়েছি।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট গবেষক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, মেজবা কামালসহ অন্যান্যরা।

এ সম্পর্কিত আরও খবর