এমপি পদ ছাড়লেন তাপস

আওয়ামী লীগ, রাজনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-31 19:57:36

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে তিনি পদত্যাগ পত্র জমা দেন। পরে স্পিকার তার পদত্যাগ পত্র গ্রহণ করেন।

ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস একাদশ সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগেও তিনি একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। আইন অনুযায়ী সংসদ সদস্য বা অন্য কোনো লাভজনক পদে থেকে নির্বাচন করা যায় না। আগের পদ ছাড়ার পরই চূড়ান্ত মনোনয়ন পত্র জমা দিতে হয়। এজন্য তিনি এমপি পদ ছাড়লেন। এতে তার আসনটি শূন্য হয়ে গেল। এখন স্পিকার তার আসন শূন্যের বিষয়টি নির্বাচন কমিশনকে জানাবেন। এরপর ওই আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। পরবর্তী ৯০ দিনের মধ্যে ওই আসনে উপ-নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে।

এ সম্পর্কিত আরও খবর