রাজনৈতিক বন্দীদের মুক্তি চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে বিএনপির চিঠি

বিএনপি, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-24 18:55:58

বিভিন্ন রাজনৈতিক দলের যে সমস্ত নেতাকর্মী রাজনৈতিক মামলায় সাজাপ্রাপ্ত ও বিচারাধীন মামলায় অভিযুক্ত হয়ে কারান্তরীণ আছেন, অবিলম্বে তাদের মুক্তি দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছে বিএনপি।

চিঠিতে বৈশ্বিক মহামারি ভয়ানক করোনাভাইরাসের কারণে ‍সৃষ্ট এ সংকটের সময় অবিলম্বে এসব রাজনৈতিক বন্দীর মুক্তি দাবি করা হয়।

বুধবার (৮ এপ্রিল) দুপুরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত একটি চিঠি সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

চিঠির বিষয়টি বার্তা২৪.কমকে নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার।

উল্লেখ্য, করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকির কারণে লঘু অপরাধে দণ্ডিত আসামিদের মুক্তির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত সোমবার মন্ত্রিসভার বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে প্রস্তাব উত্থাপন করলে প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন। এরই মধ্যে লঘু অপরাধে দণ্ডপ্রাপ্ত এক মাস থেকে এক বছর সাজা ভোগ করেছেন এমন প্রায় তিন হাজার ৭০০ বন্দীর মুক্তির জন্য তালিকা করে কারা কর্তৃপক্ষ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে বলে জানা গেছে।

 

এ সম্পর্কিত আরও খবর