রিজভী অসুস্থ, চিকিৎসা নিচ্ছেন বাসায়

বিএনপি, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-29 12:30:50

আবারও গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকলের দোয়া কামনা করেছেন তিনি।

গতকাল রোববার (২৬ এপ্রিল) থেকে তার পেটে প্রচণ্ড ব্যথা ও বমি হচ্ছে। বর্তমানে তিনি বাসায় ডাক্তারের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন। বিএনপি'র স্বাস্থ্য বিষয়ক সহ-সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম রিজভীর চিকিৎসার তত্ত্বাবধানে আছেন।

গতকাল নারায়ণগঞ্জে ত্রাণ দিয়ে এসে গুরুতর অসুস্থ হয়ে পড়েন রিজভী। এর আগে ঢাকার বিভিন্ন স্থানে ও মুন্সিগঞ্জে করোনার মধ্যে ত্রাণ বিতরণ করেছেন। এছাড়াও বিভিন্ন হাসপাতালে ডাক্তার, নার্স ও মেডিকেল স্টাফদের জন্য পিপিই বিতরণ করেন।

উল্লেখ, ১৯৮৪ সালে এরশাদ বিরোধী আন্দোলনে রুহুল কবির রিজভীর পেটে গুলিবিদ্ধ হলে সাবএকিউট ইনটেস্টাইনাল অবসট্টাকসন সমস্যায় ভোগেন। তার পেটে অস্ত্রোপচার থেকে এ সমস্যা হয়। এ রোগের জন্য তিনি আমেরিকায় একবার অপারেশন করান।  মাঝে মাঝে এ সমস্যায় ভোগেন। রুহুল কবির রিজভী বিএনপি'র কেন্দ্রীয় কার্যালয়ে অবরুদ্ধ থাকা অবস্থায় গত বছর এ রোগে অসুস্থ হয়েছিলেন। সে সময়ও তার পেটে প্রচণ্ড ব্যথা ও বমি হয়।

এ সম্পর্কিত আরও খবর