দ্রুত সংস্কার করে সংসদ নির্বাচনের দাবি লেবার পার্টির

  • স্টাফ করেস্পন্ডেন্ট, বার্তা ২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন ততটুকু দ্রুত শেষ করে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছে লেবার পার্টি।

রোববার (১২ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে লেবার পার্টির সঙ্গে বিএনপির লিঁয়াজো কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এই দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। 

বিজ্ঞাপন

এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, স্বৈরাচারকে পতন করার পর গণতন্ত্রের পুনরূদ্ধার করার জন্য আমরা যোগ্য মানুষের কাছে দায়িত্ব দিয়েছি। আমরা আশা করছি জনগণের দুর্ভোগ যেভাবে কমে সেদিকে তারা মনোনিবেশ করবে এবং যত দ্রুত সম্ভব গণতন্ত্রে ফিরে যাওয়ার ক্ষেত্র প্রস্তুত করবে।

ভ্যাট সম্পর্কে বলেন, তারা বিশেষ প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিতে হয়েছে। তবে যে সিদ্ধান্ত জনগণের ‍দুর্ভোগ বাড়ায় সে সরকার জনপ্রিয় হতে পারে না। তাই এই সরকারের অন্য কোনো পথ অবলম্বন করা প্রয়োজন বলে মনে করি।

বিজ্ঞাপন

ভারতের বিএসএফ সম্পর্কে বলেন, আমরা চাই না আমাদের প্রতিবেশির সাথে সম্পর্ক খারাপ হোক। তবে এটা চাই না, তারা এমন কিছু করুক যাতে বোঝা যায় তারা আমাদের জনগণের মর্যাদাকে স্বীকৃতি দিচ্ছে না।

লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান বলেন, আমরা মনে করি বাংলাদেশে জাতীয় নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার জরুরী হয়ে পড়েছে। বর্তমান সরকার গণআকাঙ্ক্ষা আশানুরূপ পূরণ করতে পারছে না। দ্রব্যমূল্য থেকে শুরু করে প্রায় সকল কিছুতে নিয়ন্ত্রণ হারিয়েছে।

সামনে ভ্যাট বাড়ানোর পর জনগণের দুর্ভোগ আরও কয়েক দফা বেড়ে যাবে। তাই নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার করে আগামী ডিসেম্বরের মধ্যে একটি সুষ্ঠু নির্বাচন করার আহ্বান জানাচ্ছি।

উল্লেখ্য, লেবার পার্টি চেয়ারম্যান ডাক্তার মোস্তাফিজুর রহমান ইরানের নেতৃত্বে দলটির ৮ সদস্যের একটি প্রতিনিধি বিএনপির লিঁয়াজো কমিটির সঙ্গে বৈঠকে বসেন। বৈঠকে আরো উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।