করোনা পরিস্থিতি পর্যবেক্ষণে বিএনপির সেল গঠন

বিএনপি, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 22:59:18

করোনাভাইরাস পরিস্থিতি পর্যবেক্ষণ করতে জাতীয় করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ সেল গঠন করেছে বিএনপি।

বোরবার (৩ মে) রাতে বিএনপির স্থায়ী কমিটির এক সভায় এ পর্যবেক্ষণ সেল গঠন করা হয়। স্কাইপের মাধ্যমে ওই বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সেলে উপদেষ্টা হিসেবে রয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। পর্যবেক্ষণ সেলের আহ্বায়ক: স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।

সেলের সদস্যরা হলেন—
বিএনপির ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ডা. ফরহাদ হালিম ডোনার, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ড্যাবের সভাপতি ডা. হারুন অর রশীদ, ড্যাবের সাধারণ সম্পাদক ডা. আব্দুস সালাম, জাতীয় নির্বাহী কমিটি সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকু, স্বেচ্ছাসেবকদলের সভাপতি শফিউল বারী বাবু, স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েল, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল।

জাতীয় করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ সেল পরবর্তীতে বিভাগীয় কমিটি গঠন করবে।

এ সম্পর্কিত আরও খবর