মঙ্গলগ্রহের ভূপৃষ্ঠের নমুনা নিয়ে পৃথিবীতে ফিরে আসার মিশন-৩ ঘোষণা করেছে চীন। এজন্য চীন ২০২৮ সাল নাগাদ মঙ্গলগ্রহে স্যাটেলাইট পাঠানোর পরিকল্পনা করেছে।
ঘোষণায় বলা হয়, এ অভিযান মার্কিন যুক্তরাষ্ট্রের নাসার থেকেও উন্নত হবে।
রোববার (৮ সেপ্টেম্বর) এ অভিযানের প্রধান ডিজাইনার লিউ জিঝোং-এর বরাত দিয়ে গেজেট ৩৬০ এ বিষয়ে একটি খবর প্রকাশ করে।
খবরে বলা হয়, লিউ জিঝোং বলেছেন, চীনের তিয়ানওয়েন-৩ মিশন মঙ্গলগ্রহের ভূপৃষ্ঠের নমুনা সংগ্রহ করবে এবং তারপর সেটি পৃথিবীতে ফিরে আসবে। এরপর সে নমুনা, তথ্যউপাত্ত বিভিন্ন দেশের সহযোগিতায় বিশ্লেষণ করা হবে।
চীনের আহুই প্রদেশের হুয়াংশান শহরে অনুষ্ঠিত ২য় ‘ইন্টারন্যাশনাল ডিপ স্পেস এক্সপ্লোরেশন কনফারেন্স’-এ তিয়ানওয়েন-৩ মিশন প্রধান ডিজাইনার লিউ জিঝোং চীনের মঙ্গলগ্রহে অভিযানের বিস্তারিত ঘোষণা করেন।
প্রসঙ্গত, ইতোমধ্যে মঙ্গলগ্রহে অভিযানের জন্য ৪টি মিশন অনুমোদন দিয়েছে চীন। আগামী ১০ থেকে ১৫ ধরে এই ৪টি মিশন সম্পন্ন করা হবে।
তিয়ানওয়েন-১ মিশন ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এরপর তিয়ানওয়েন-২ ২০২৫ সাল নাগাদ পৃথিবীর কাছাকাছি অবস্থিত গ্রহাণুর নমুনা সংগ্রহ করবে। তিয়ানওয়েন-৩ মঙ্গলগ্রহ থেকে নমুনা সংগ্রহ করে পৃথিবীতে ফিরে আসবে এবং তিয়ানওয়েন-৪ ২০৩০ সাল নাগাদ জুপিটার এবং এর চাঁদে অভিযান চালাবে।