স্পুটনিক-১ উৎক্ষেপণ বার্ষিকীতে ঢাকায় জ্যোতির্বিজ্ঞান অলিম্পিয়াড 

  • ডেস্ক রিপোর্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিশ্বের প্রথম কৃত্রিম মহাকাশযান স্পুটনিক-১ এর উৎক্ষেপণের ৬৭তম বার্ষিকী উপলক্ষে অস্ট্রোনমি অলিম্পিয়াড  ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

লিজেন্ড ইন্টারন্যাশনাল স্কুলের সহযোগিতায় বৃহস্পতিবার (২৪ অক্টোবর ২০২৪) ঢাকা রাশিয়ান হাউস এ অনুষ্ঠানের আয়োজন করে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে রুশ ফেডারেশনের জাতীয় সংগীত পরিবেশন করে লিজেন্ড ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীরা।

প্রতিযোগিতার অংশ হিসেবে অংশগ্রহণকারীরা আকাশে পরিভ্রমণ, মহাকাশ অনুসন্ধান এবং বিখ্যাত রুশ বিজ্ঞানীদের উপর বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

বিজ্ঞাপন

 অনুষ্ঠান শেষে ঢাকাস্থ রাশিয়ান হাউজের পরিচালক পাভেল দভইচেনকভ অংশগ্রহণকারীদের স্মারক সনদ প্রদান করেন।