ব্রায়ান লারা করোনায় নেগেটিভ

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-22 06:47:59

কোভিড-১৯ পরীক্ষা করিয়ে ছিলেন ব্রায়ান লারা। তাতে ওয়েস্ট ইন্ডিজের এ ক্রিকেট কিংবদন্তির রিপোর্ট নেগেটিভ আসে। কিন্তু চার দিকে গুঞ্জন ছড়িয়ে পড়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ব্রায়ান লারা।

গুঞ্জনটা কানে যেতেই আর দেরি করেননি। গুজব উড়িয়ে দিয়ে টুইটার ও ইনস্টাগ্রামে সবাইকে লারা জানিয়ে দেন, তিনি করোনায় আক্রান্ত নন।

ক্যারিবিয়ান এ ক্রিকেট রাজপুত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেন, ‘খবরটা শুধু মিথ্যাই না। জটিল কোভিড-১৯ পরিস্থিতে লোকজন এমনিতেই শঙ্কার মধ্য দিয়ে যাচ্ছেন, তারওপর এমন গুজব ছড়ালে আতঙ্ক ছড়িয়ে পড়বে।’

লারা আন্তর্জাতিক ক্রিকেটকে না বলে দিয়েছেন ২০০৭ সালে। আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানেন ৫৩ সেঞ্চুরিতে ২২ হাজার ৩৫৮ রান নিয়ে। টেস্টে ব্যক্তিগত সর্বোচ্চ ৪০০ রানের অনন্য ইনিংসের মালিক ৫১ বছরের সাবেক এ ক্রিকেট সুপারস্টার। লারা রেকর্ডটি গড়েছিলেন ২০০৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে।

এ সম্পর্কিত আরও খবর