খুলনাকে হতাশ করে এনসিএলের ফাইনালে ঢাকা মেট্রো

  • স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

মৌসুমের শেষ দিকে এসে রানের ফল্গুধারা যেন শুকিয়ে গেছে জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টিতে। গতকাল প্রথম কোয়ালিফায়ার আর এলিমিনেটরে রানের দেখা মেলেনি। আজ দ্বিতীয় কোয়ালিফায়ারও হলো লো-স্কোরিং, দুই ইনিংস মিলিয়ে রান উঠল ২০০ রান। 

এরই মধ্যে কপাল খুলেছে ঢাকা মেট্রোর। মোটে ১১৯ রানের পুঁজি নিয়ে তারা খুলনাকে হারিয়েছে ৩৮ রানের বিশাল ব্যবধানে। তাতে এনসিএল টি-টোয়েন্টির ফাইনালে চলে গেছে তারা, সেখানে আগামী মঙ্গলবার রংপুরের মুখোমুখি হচ্ছে দলটা।

বিজ্ঞাপন

টস জিতে ব্যাট করতে নেমে ঢাকা মেট্রোর শুরুটা ভালো হয়নি। শুরু থেকেই একের পর এক উইকেট খোয়াতে থাকে তারা। তবে এক পাশ আগলে দলটাকে স্বস্তি দেন নাঈম শেখ।

তার ৫৩ বলে ৫৭ রানের ইনিংসই মূলত লড়াইয়ের পুঁজি এনে দিয়েছে দলকে। তিনি বাদে ঢাকা দলে দুই অঙ্কে যেতে পেরেছেন আর দুইজন, ইমরানউজ্জামান ১৪ ও শহীদুল ইসলাম করেছেন ১৬ রান। ঢাকা তাদের ইনিংস শেষ করে ৭ উইকেটে ১১৯ রান তুলে।

বিজ্ঞাপন

এ ম্যাচ দিয়ে মুস্তাফিজুর রহমান ফিরেছেন ক্রিকেটে। তবে ৪ ওভারে ৩৫ রান দিয়ে তিনি নিয়েছেন ১ উইকেট। উইকেটের চরিত্র বিচারে বেশ খরুচেই ছিলেন তিনি।

এমন উইকেটে নাঈম শেখের ইনিংসটাই যে দুই দলের মধ্যে পার্থক্য গড়ে দিয়েছে, সেটা বোঝা গেছে খুলনা ইনিংসে। গোটা ইনিংসে ৪ জন দুই অঙ্কে পৌঁছালেও এক প্রান্ত ধরে রেখে দলকে আস্থা দিতে পারেননি কেউ।

আলিস ইসলাম, মোসাদ্দেক হোসেন, রাকিবুল হাসানদের স্পিন বিষে নীল হয়ে দলটা শেষমেশ অলআউট হয় ৮১ রান তুলে। তাদের ফাইনালে যাওয়ার স্বপ্ন শেষ হয়ে যায় তাতে। ৩৮ রানের জয়ে শিরোপার লড়াইয়ের মঞ্চে পা রাখে ঢাকা মেট্রো।