১৬৭ দিন পর নেইমারদের লিগ ওয়ানের প্রত্যাবর্তন

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-24 14:19:53

অবশেষে করোনাভাইরাসের ভীতি পিছনে ফেলে মাঠে গড়াল নেইমারদের ফরাসি লিগ ওয়ান। শুক্রবার, ২১ আগস্ট শুরু হলো ২০২০-২১ মৌসুমের লিগ টুর্নামেন্ট।

নতুন মৌসুমের উদ্বোধনী ম্যাচে দশ জনের বোর্দো গোল শূন্য ড্র করেছে নন্তেসের সঙ্গে। যদিও আসরের সূচনা হওয়ার কথা ছিল মার্সেই ও সেন্ট-এতিয়েন্নের মধ্যকার ম্যাচ দিয়ে। মার্সেই ক্লাবের চার জন করোনায় আক্রান্ত হলে স্থগিত হয়ে যায় ম্যাচটি।

বৈশ্বিক করোনাভাইরাসের কারণে এপ্রিলে বাতিল হয়ে যায় ২০১৯-২০ মৌসুম। চ্যাম্পিয়ন হয় প্যারিস সেন্ট জার্মেই। বিদায়ী মৌসুম বাতিল হওয়ার ১৬৭ দিন পর মাঠে ফিরল লিগ টুর্নামেন্ট।

২৩ আগস্ট, রোববার রাতে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ জয়ের লক্ষ্য নিয়ে ফাইনাল খেলতে বায়ার্ন মিউনিখের বিপক্ষে লিসবনের মাঠে নামছে নেইমারের প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)।

তবে লিগ টুর্নামেন্ট শুরু হলেও কোনো ঝামেলায় পড়তে হচ্ছে না ফরাসি চ্যাম্পিয়নদের। কেননা তারা ফরাসি লিগে নিজেদের উদ্বোধনী ম্যাচ খেলবে ২৯ আগস্ট রাতে। লেন্সের বিপক্ষে।

এ সম্পর্কিত আরও খবর