রোমান সানার বিস্ময়কর ইউটার্ন!
দুই মাসেই বদলে গেল দৃশ্যপট! গত মার্চে বাংলাদেশ আর্চারি ফেডারেশনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে ও আর্থিক বিষয়ে ক্ষোভ ঝেড়ে অবসরের ঘোষণা দিয়েছিলেন রোমান সানা। তবে গত ২ মে ফেডারেশনে চিঠি দিয়ে ক্ষমা চেয়ে আমার আর্চারিতে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন দেশের অন্যতম আলোচিত এই আর্চার।
অবসর ঘোষণার পর নিজের অভিযোগ ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপনের কাছে তুলে ধরতে তার সঙ্গে দেখাও করতে চেয়েছিলেন রোমান। তবে সেসবই এখন অতীত। জানা গেছে, নিজের ‘বিতর্কিত’ সব মন্তব্যের জন্য যে বাংলাদেশ আর্চারি ফেডারেশনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে, সেজন্য ক্ষমা প্রার্থনা করেছেন তিনি।
একইসঙ্গে অবসর ভেঙে আবার লাল-সবুজের পতাকার প্রতিনিধিত্ব করতে আগ্রহের কথাও জানিয়েছন। তার চিঠির বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীবউদ্দিন আহমেদ চপল সংবাদমাধ্যমকে জানান, ‘রোমান ক্ষমা চেয়ে ফেডারেশনের কাছে চিঠি দিয়েছে। ফেডারেশনে চিঠি জমা হওয়ার পর অফিস আমাকে অবহিত করেছে। সভাপতির কাছে দেওয়া নতুন চিঠিতে অবসরের সিদ্ধান্ত প্রত্যাহারের অনুরোধ করেছে।’
তবে রোমান সানার ফেরার পথটা যে মসৃণ হবে না, তার ইঙ্গিত মিলেছেন এই ফেডারেশন কর্তার কথায়, ‘সভাপতি মহোদয় চিঠি দেখে প্রয়োজনবোধে পদক্ষেপ গ্রহণ করবেন। রোমানের বিষয়ে কারো কোনো একক সিদ্ধান্ত নেই, যা হয়েছিল ফেডারেশনের নির্বাহী সভায় এবং সামনে কিছু হলেও সেটা সভার মাধ্যমেই হবে।’